তানিশা সুলতানা

তানিশা সুলতানা

লেখিকা "তানিশা সুলতানা" এর জন্ম ১৫ই জুন, ২০০২। জন্ম ও বেড়ে ওঠা ঝিটকা, মানিকগঞ্জ। স্কুল-কলেজের গণ্ডি পেরিয়েছেন আগেই। বর্তমানে মানিকগঞ্জ দেবেন্দ্র কলেজে অনার্স ২য় বর্ষে অধ্যয়নরত আছেন।
ছোটোবেলা থেকেই বইয়ের প্রতি আসক্তি তাঁর। এই ভালোবাসার নেশা থেকেই নিজেও কলম ধরেন। তাঁর হাতেখড়ি হয় অনলাইন জগতে। প্রচুর মানুষের ভালোবাসা কুড়িয়ে নিয়েছেন ইতোমধ্যে। নিজের লেখা বইয়ের পাতায় দেখার ইচ্ছে শুরু থেকেই। তাই সাহস করে নিয়েছেন বই বের করার উদ্যোগ। "তোমার নামে রোদ্দুর" লেখিকার প্রথম উপন্যাস। প্রথম বই নিয়ে তিনি বেশ আশাবাদী।

তানিশা সুলতানা এর বই সমূহ

Showing 1 to 2 of 2

View

Sort icon